প্রকাশিত সময় : জুন, ১৫, ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 473 জনআসন্ন ঈদ উল আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনে অনুমতি ক্রমে কুরবানীর গরুর হাট বসে।ঠিক তখনি সক্রিয় হয়ে উঠে পকেট মার জালনোট তৈরি কারবারিসহ বিভিন্ন চাঁদাবাজরা ।গত (১৩ জুন) দুপুরে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কেউ যদি গরুর হাটে চাঁদাবাজি করতে চায়, তারা যেন প্রস্তুত হয়ে আসে। আমরা কাউকে ছাড় দেব না । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে ডিএমপি কমিশনার ও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গরুর হাট নিয়ে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে ও তিনি চাপ জানিয়ে দিয়েছেন ।
তারাই ধারাবাহিকতায় ডিএমপি উত্তরা তুরাগ থানার আওতাধীন দিয়াবাড়ি গরুর হাট প্রবেশ ধারে এক শ্রেনীর চাঁদাবাজ ভূয়া স্টিকার লাগিয়ে গরুর হাটে আগত সকল গাড়ি থেকে চাঁদা আদায়ের সময় তাদের হাতে নাতে গ্রেফতার করে ডিএমপি তুরাগ থানা পুলিশ।
এবিষয়ে তুরাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক সাংবাদিকদের জানান,আমরা গোপনে সংবাদে খবর পাই কতিপয় ব্যক্তি দিয়াবাড়ির গরুর হাটে কোরবানির গরু ভালাই বহনকারী পিকআপ চালকদের নিকট থেকে স্টিকার লাগিয়ে প্রতিটি পিকআপের চালকদের নিকট থেকে চার হাজার করে টাকা চাঁদাবাজি করে উক্ত ঘটনার সত্যতা পেয়ে ঘটনার স্থল থেকে চারজন চাঁদাবাজদের গ্রেফতার করতে সক্ষম হই। এজাহার উল্লেখিত টাকা এবং স্টিকার জব্দ করে একজন পিকআপ চালক এর অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করি।সূত্র.ঢাকার বার্তা
Facebook Comments