প্রকাশিত সময় : নভেম্বর, ২৪, ২০২৪, ০৪:০৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 91 জনগোলাম রসূল (আশুলিয়া) থেকেঃ
২৪ নভেম্বর, দেশের পোশাক শিল্পের এক স্মরণীয় দিন। ১২ বছর আগের এ দিনটিতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরীন ফ্যাশন পোশাক কারখানা। আশুলিয়ার নিশ্চিন্তপুরে ওই কারখানার আগুনে পুড়ে প্রাণ হারান ১১৭ জন শ্রমিক। আহত হন কয়েক’শ। এক যুগ পেরিয়ে গেলেও সে দিনের দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
এবং এক সংক্্ষিপ্ত শমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তপন সাহা সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতা ও তাজরিনের আহত শ্রমিকগন। বক্তারা বলেন মালিকের অবহেলার কারনেই এই অগ্নিকান্ড ও হতাহত হয়েছিল। দির্ঘ ১২ বছর দোষিদের বিচার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। আহত ও নিহতের পরিবারবর্গকে পুনর্বাসনের দাবি করেন।
Facebook Comments