প্রকাশিত সময় : জুন, ১৩, ২০২০, ০৬:৫০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 662 জনসুনামগঞ্জ প্রতিনিধি: আজ শনিবার (১৩ জুন) বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় তাহিরপুর উপজেলা শাখার সাধারণ-সম্পাদক এর উদ্যোগে তাহিরপুর উপজেলায় বিভিন্ন বাজার ঘুরে করোনা (কোভিড-১৯) প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়।কোভিড-১৯ প্রতিরোধে গ্রামেগঞ্জের বেশির ভাগ মানুষ এখনও সচেতন হচ্ছে না। তাই আমাদের সবার স্বাস্থ্য বিধি মেনে চলা খুব জরুরী। এ সময় কোভিড-১৯ তথা করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়।প্রচারণায় জনসাধারণকে অযথা বাইরে ঘোরাঘুরি অথবা আড্ডা না দিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বলা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না, যদি জরুরি প্রয়োজনে বের হতে হয় তাহলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর হটলাইনে(১০৬৫৫) যোগাযোগের জন্য বলেন বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ এর সাধারণ সম্পাদক মাহবুব আলম তালুকদার। এছাড়াও যে কোন জরুরি প্রয়োজনে ন্যাশনাল কল সেন্টার ৩৩৩, ন্যাশনালহেল্পলাইন ১০৯, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬ ৭৭৭৭৭ নাম্বারসমূহে যোগাযোগ করারা জন্য বলা হয়।
Facebook Comments