প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৬, ২০২২, ১১:৩৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 856 জনমোঃ আল আমিন সরকার (উত্তরা) রিপোর্টার: দেশে চলছে করোনাভাইরাসের গণটিকার কার্যক্রম।এরইই ধারাবাহিতায়,রাজধানীর উত্তর সিটি করর্পোশনের। তুরাগের ৫৪ নং ওয়ার্ডে কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে হয়ে গেল গণ টিকাদান কার্যক্রম।
সরজমিনে গিয়ে দেখা যায়। শনিবার (২৬ শে ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে টিকা কেন্দ্রের সামনে টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইনে ভিড় দেখা যায়। তবে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। টিকা নিতে আসা অনেকের মুখেই ছিল না মাস্ক কারু কারু থুতনিতে ঝুলছে মাস্ক। টিকা নেওয়ার জন্য নারী – পুরুষের জন্য রয়েছে আলাদা বুথ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নিয়োন্ত্রনে। টিকা দেওয়ায় বুথ বসেছে মোট ৬টি তিনটি মহিলা বুথ তিনটি পুরুষদের জন্য। তবে কাঙ্ক্ষিত টিকা নেওয়ার জন্য অনলাইনে আবেদন ফরম ছাড়া মিলছেনা টিকা। মূলত যারা জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র না থাকায় আগে টিকা নিতে পারেনি তারাও এসেছে টিকে নিতে। এসময় লাইনে থাকা অনেকেই অভিযোগ করেন পরিচিত জনদের মুখ চিনে চিনে লাইন ভঙগ ফরম জমা নিয়ে আগে টিকা দিচ্ছে আর আমরা সকাল থেকে লাইনে দাড়িয়ে আছি হাটু কোমর ব্যাথা হয়েগেছে। এবিষয় কাউন্সিলরের সচিব শাহেদ কে অবিহিত করলে তিনি অসিকার করেছেন। তিনি বলেন এমন অভিযোগ ভিত্তিহীন। ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন (যুবরাজ) এর ছোট ভাই মিঠু বলেন, আমি এবং আমার ভাই নিজেদের টাকা খরচ করে লাইটিং য়ের ব্যবস্থা করেছি দশ থেকে পনের জন বলেন্টিয়ার কাজ কোরছে তাদের পিছে খরচ আছে কারু কাছে থেকে কোন টাকা পাইনি, তিনি আরো বলেন এখানে যারা টিকা নিতে এসেছেন তারা সবাই বহিরা গত আমাদের এই অঞ্চলের মানুষ খবই কম পাবেন।তিনি টিকা নিতে আসা মানুষদের উদ্দেশ্য করে বলেন আপনারা ধর্য হারাবেন না।টিকা যতক্ষণ আছে ততক্ষণ টিকা দেওয়ায় কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ ।
Facebook Comments