মোঃ সুমন মিয়া (বিশেষ)প্রতিনিধি
তুরাগে পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে করে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে মহাসড়কে ধউর বেড়ীবাধঁ গোলচক্কর এলাকায় তারা অবরোধ করেন।
এ সময় ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানসহ বিভিন্ন স্লোগান দিয়ে কোটা বাতিলের দাবি জানান তারা। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে,শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসতে থাকে পরে পুলিশ বাধা সৃষ্টি করে। কিন্তু শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়।
এদিকে, কোটাবিরোধী কয়েকশ শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নেওয়ায় ভোগান্তিতে পড়েছেন উত্তর বঙ্গগামী বাস যাত্রী নারী, শিশু,ও বয়োবিদ্ধরা তেমনি রাজধানীতে প্রবেশ করতে পারছে না কোন বাস সহ অন্যন্য পরিবহন।
অপরদিকে, শহরের বিভিন্নস্থানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে তারা।
তুরাগ থানা অফিসার ইনচার্জ মোঃ সেখ সাদিক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে কোনও সমস্যা নেই। তবে জনগণের ক্ষতির কারণ বা আইনশৃঙ্খলার অবনতি, ভাঙচুর-বিশৃঙ্খলা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments