প্রকাশিত সময় : জুন, ১০, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 487 জনমোঃ আল আমিন সরকার
তুরাগের ধউর এলাকায় নিত্য চন্দ্রঁ ঘোষের বাড়ীতে মামার বাসায় বেড়াতে এসে প্রেমা (১৬) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায় মেয়েটির মামা পেশায় একজন ড্রাইভার সে ঐ বাড়ীতে দু বছর যাবৎ ভাড়া থাকেন।
সোমবার বিকেল ৫টার দিকে নিত্য চন্দ্র ঘোষের বাড়ীর একটি কক্ষ থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।
প্রেমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বোয়ালমারী গ্রামের প্রলায় সরদারের মেয়ে। পরক্ষ্য ভাবে জানা যায় একই এলাকায় একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল পরে অজানার উদ্যেশ্য ঘর থেকে বেড়িয়ে যায় দুজন, এক পর্যায় খোজা খুজি করে মেয়েটিকে উদ্ধার করে (৯ জুন) রবিবার রাতে মেয়ের মা তার ভাইয়ের বাসায় রেখে সাকালে বাড়ী চলে যায়। বাসায় কেউ না থাকায় সুযোগ বুঝে ওড়না পেঁচিয়ে গলায় ফাসঁ দিয়ে মেয়েটি আত্মহত্যা করে।
খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য শহিদ সারোয়ারদী মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ এঘটনায় মামা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments