প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২০, ০৩:২৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 756 জনকরোনাভাইরাসের তাণ্ডব কমায় লকডাউনের দেড় মাস পর অবশেষে মুক্তির স্বাদ পেয়েছে স্পেনের শিশুরা। রোববার স্থানীয় সময় সকাল ৯টার পর থেকে রাজধানী মাদ্রিদ ছাড়াও গোটা দেশের শিশুরা বাবা-মায়েদের সঙ্গে বাড়ির বাইরে বের হয়। তবে এই মুক্তি সবার জন্য নয়। কেবল ১৪ বছরের নিচের শিশুরাই ঘরের বাইরে বেরুতে পারবে। ১৫ বছর বা তার বেশি বয়সের শিশুরা এখনও বাইরে যেতে পারবে না।
মার্চ থেকে শুরু হওয়া দীর্ঘ লকডাউনের ফলে ঘরে বন্দী হয়ে থাকা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
জরুরি অবস্থা জারি থাকার কারণে স্পেনের মানুষ অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না। দোকানপাট আর অর্থনৈতিক কার্যক্রম ছাড়াও বন্ধ রয়েছে খেলার মাঠ, পার্ক, জাদুঘরসহ অন্যান্য বিনোদন কেন্দ্র। তাই সরকারের এমন সিদ্ধান্তে শিশু ও তাদের অভিভাবকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, স্পেনের অনূর্ধ্ব ১৪ বছর বয়সী প্রায় ৬৩ লাখ শিশু এখন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে মাত্র এক ঘণ্টার জন্য বাড়ির বাইরে থাকতে পারবে। তাদের গন্তব্য হবে বাড়ির এক কিলোমিটারের গন্ডির মধ্যে, সঙ্গে থাকবে বাবা-মা কিংবা পরিবারের কোনো জ্যেষ্ঠ ব্যক্তি। আর একদলে তিন জনের বেশি হবে না।
স্পেনে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। রোববার দেশটিতে নতুন করে ২৮৮ জন মারা গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৯০ জনের এবং ২ লাখ ২৬ হাজার ৬২৯ জন মানুষ আক্রান্ত হয়েছেন।
Facebook Comments