প্রকাশিত সময় : মে, ২২, ২০২০, ০৯:২০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 854 জনসুনামগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস নামক বিষাক্ত অদৃশ্য শক্তিকে প্রতিহত করে পৃথিবীর নতুন সূর্যের আলোর প্রত্যাশায় তাহিরপুর বাসীসহ দেশবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা বিপ্লব হাসান ইমন। তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয় বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ইতিমধ্যেই আমাদের দেশেও ৩ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে। তিনি প্রাণঘাতী করোনা যুদ্ধেরসৈনিক ও যুদ্ধের অস্ত্র হিসেবে সামাজিক দূরত্ব ও বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা তাহিরপুরবাসীকে মেনে চলা’র ও বাড়িতে থাকার অনুরোধ জানান। তিনি আরও বলেন, প্রাণঘাতী করোনা নামক এক অদৃশ্য বিষাক্ত শক্তির দাপটে মানবজাতি আজ বিপন্ন হয়ে পড়েছে। মহান আল্লাহ পাকের নিকট প্রাণঘাতী করোনামুক্ত নতুন একটি পৃথিবী ফিরে পেতে প্রার্থনা করার আহবান জানান তাহিরপুর উপজেলাবাসীকে ছাত্রলীগ নেতা বিপ্লব হাসান ইমন।
Facebook Comments