প্রকাশিত সময় : জুন, ৪, ২০২০, ০৫:৫০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 779 জননওগাঁর বদলগাছীতে একটি পরিত্যক্ত অগভীর নলকূপের ঘর থেকে অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাদের ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার চাংলা গ্রামে এ ঘটনা ঘটে। নলকূপ অপারেটর শাহাদাত হোসেন ভুট্টো জানান, নলকূপের পাশে তার একটি শসাক্ষেত আছে। সকালে শসাক্ষেত থেকে এসে নলকূপের ঘরের দরজা অর্ধেক খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখেন অজ্ঞাত দুই নারীর লাশ পড়ে আছে। বিষয়টি নলকূপের মালিক, ইউপি মেম্বার ও পুলিশকে জানান তিনি। বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নলকূপের ঘরের দরজা অর্ধেক আটকে থাকায় লাশ দুটি উদ্ধার করা যাচ্ছে না। রাজশাহী পুলিশের একটি বিশেষ টিম যাচ্ছে। ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে- ওই দুই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
Facebook Comments