প্রকাশিত সময় : আগস্ট, ৫, ২০২০, ০৭:৫৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 548 জনশেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের নকলায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আশিক (১৩) নামে ১ কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে ৪ আগষ্ট মঙ্গলবার উপজেলার জালালপুর গ্রামে। গ্রেফতারকৃত কিশোর একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির মৃত আলীরাজ ওরফে হাছুইন্নার ছেলে। ঘটনার সাথে জড়িত আবু সাহিদ (১৪) নামে অপর এক কিশোর পলাতক রয়েছে। ওই কিশোর ভুরদী গ্রামের বারেকের পুত্র। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ধর্ষিতা শিশুর পিতা একজন ফার্নিচার ব্যবসায়ী। ভাড়াটিয়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে ফার্নিচার ব্যবসা করে আসছিলেন তিনি। ঘটনার দিন দুপুরে শিশুর মা শিশুকে বাড়িতে রেখে ফার্নিচারের দোকানে যান। এসময় ওই শিশুটিকে বাড়িতে একা পেয়ে আশিক ও সাহিদ মিলে শিশুটিকে ধর্ষণ করে। জানা গেছে ধর্ষক আশিক একজন ট্রাকের হেলপার। এ ব্যাপারে ওই শিশুর মা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আশিককে গ্রেফতার করে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতা শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আবু সাহিদকে গ্রেফতারে পুলিশি অভিযান
Facebook Comments