প্রকাশিত সময় : জুন, ২, ২০২৪, ০৭:২২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 615 জননব গঠিত “দৈনিক শ্রমজীবীর কন্ঠ ” একটি পত্রিকা প্রকাশ করতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ জন্য আয়োজক ও উদ্যোক্তাদের আন্তরিক সাধুবাদ।
দৈনিক শ্রমিকের কন্ঠের সকল পাঠক পাটিকা, সকল পর্যায়ের শুভাকাঙ্ক্ষী একই সাংগঠনিক ছত্রছায়ায় একত্র করে পার¯পরিক সহযোগিতা,সহমর্মিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের কল্যাণ এবং দৈনিক শ্রমজীবীর কন্ঠের সামাজিক উন্নয়নের প্রয়াস সফলায়িত হবে,এমনটি আমার একান্ত কামনা। এ পত্রিকা এলাকার কৃষ্টি-সংস্কৃতির ধারক, বাহক ও বিকাশক হিসেবে বলবান ভূমিকা পালন করবে এ প্রত্যাশা করি।
এ পত্রিকা উপযুক্ত শিক্ষা সম্প্রসারণে সহায়তার পাশাপাশি সনাতন পেশা হতে এলাকার শিক্ষিত বেকার যুবকদেরকে উন্নততর ও নিরাপদ পেশায় উত্তরণে অনুঘটকের ভূমিকা পালন করবে । এক্ষেত্রে আমিও আমার ক্ষুদ্র সামর্থ প্রসারিত করব বলে আশা করি।
সবশেষে এ পত্রিকার সকল প্রচেষ্টা সফল হোক এ অন্তিম বাসনার সাথে এর আয়োজন, উদ্যোক্তা এবং সংগঠকদের আমার আন্তরিক ধন্যবাদ।
Facebook Comments