প্রকাশিত সময় : মে, ৮, ২০২২, ১২:৪২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 204 জননাটোরে ধান ও শ্রমিকসহ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. আল আমিন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (০৭ মে) সন্ধ্যার দিকে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আহসান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় ধান কেটে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা।
পথে নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের তোকিয়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা ২৫ জন শ্রমিকের মধ্যে সবাই বের হয়ে আসতে পারলেও আল আমিন ট্রাকটির নিচে চাপা পড়ে। পরে পবা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
পবা হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মোফাক্কারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
Facebook Comments