প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৭, ২০২২, ১০:০০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 721 জনভারতীয় এক তরুণী বাংলাদেশী এক প্রেমিকের কাছে প্রেমের টানে এসে তেতুলিয়া মডেল থানায় আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রয়ারী) সকালে সরদারপাড়া সীমান্তে নামক স্থান থেকে তাকে আটক করে মডেল থানার পুলিশ।
আন্তর্জাতিক সীমান্তের পথ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রেমিকের সাথে দেখা মিলল ওই প্রেমিকার। ওই প্রেমিকার নাম খুসনামা (১৭)। সে পুলিশের হাতে আটক হয়েছে। ওই তরুণী ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হারিয়ানী গ্রামের ইসরাইল হোসেনের কন্যা। দু’দেশের সীমান্ত আইনী জটিলতার কারণে স্তব্ধ হয়ে গেল মিলনের পথ। প্রেমিকের নাম আব্দুল লতিফ রকিব (২১)।
জানা যায়, বুধবার রাতে ভারতের মুড়িখাওয়া গ্রাম হতে এসে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সীমান্তঘেষা নদী মহানন্দা পার হয়ে ঈদগাহ বস্তি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে স্থানীয় জৈনক ব্যক্তির সাথে যোগাযোগ করে তার বাড়িতে উঠলে তা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে মডেল থানা পুলিশ মেয়েটিকে থানা হেফাজতে আনা হয়। এদিকে, প্রেমিকা খুসনামা বাংলাদেশে আসার খবর পেয়ে প্রেমিক রকিব দেখা করতে এসে জানতে পারে তাঁর প্রেমিকাকে থানা হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি জানার পর প্রেমিক হাউমাউ করে কেঁদে বুক ভাসিয়ে পালিয়ে যায়। সে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মোল্যেহাট ইউনিয়নের রতনদিঘী গ্রামের ইসরাইল (পানিপথ) এর ছেলে। প্রেমের সম্পর্ক গড়ে উঠে যেভাবে সীমানা পার হয়ে খুসনামার বাড়িতে প্রথম আশ্রয় নিয়ে কাজের সন্ধানে ভারতের কেরালা।
Facebook Comments