প্রকাশিত সময় : জুন, ২৮, ২০২০, ০৮:৩৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 755 জনসাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে প্রেম প্রত্যাখ্যান করায় এক কলেজছাত্রীকে (১৭) অপহরণ করে তার নগ্ন ছবি তুলে ফেসবুকে দিয়েছে এক বখাটে।
এ ঘটনায় মামলা হওয়ায় ফেমাস ইসলাম (২৫) নামে ওই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেমাস নওগাঁর রানীনগর উপজেলার কাটরাসাইন গ্রামের দুলাল মিয়ার ছেলে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, আদমদীঘির ওই ছাত্রী কলেজে যাওয়ার সময় ডাকবাংলো এলাকা থেকে তাকে অপহরণ করে নওগাঁর বরুনকান্দি মোড়ে একটি আবাসিক হোটেলের কক্ষে আটকে রাখে ফেমাস। এরপর ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার মোবাইল ফোনে বেশ কিছু আপত্তিকর ছবি ধারণ করে। তার সঙ্গে সম্পর্ক না করলে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়।
তিনি জানান, ছাত্রীটি রাজি না হওয়ায় গত ২৫ জুন ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দেয় ফেমাস। এতে ছাত্রী ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হলে তার মা বাদি হয়ে মামলা করেন। এরপর পুলিশ ফেমাসকে রানীনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
সূত্র.সময়ের কণ্ঠস্বর
Facebook Comments