জ্যেষ্ঠ প্রতিবেদক:
গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন ৫২ নং ওয়ার্ড মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ মাস্টার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠি হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ বদরুল আলম পাশা, আবুল হোসেন, শাজাহান মাদবর। মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জিন্নত আলী’র সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি মোঃ নূর ইসলাম মাস্টার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহেদুল সেলিম, বীর মুক্তি যোদ্ধা ফজলুল হক, মোস্তফা কামাল, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শামিমা খানম, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, অফিস সহকারী বশির আহম্মেদ, শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ।
আলোচনা সভা শেষে মুদাফা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা একরামুল ইসলাম এর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিদত হয়।
Facebook Comments