প্রকাশিত সময় : মে, ২১, ২০২০, ০৫:০৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 677 জনসুনামগঞ্জ প্রতিনিধি:
আজ ২১ মে রোজ বৃহস্পতিবার সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফাহিম রহমানের জন্মদিন।
সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাহবুব হাসান বলেন, সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর
<<শুভ জন্মদিন>>
আগামী দিনগুলো সুন্দর ও সাফল্যমন্ডিত হোক এই কামনা করেন।
পরিশেষে বলেন, করোনা মহামারী থেকে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের মুক্তি দিবেন এই দোয়া করি। আমীন
Facebook Comments