প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২০, ০৮:১৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 706 জনআল আমিন বিন আমজাদ: ফুলবাড়ী প্রতিনিধি ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে আয়োজিত মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.আহসান হাবীব। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া।এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো.আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এএসএম নাছিম মাহামুদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো.হারুন উর রশীদ, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদ প্রমুখ। উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া জানান,মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা, মৃগা মাছের ২০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এতিখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নদীর অভায়ারণ্যে মাছের পোনা অবমুক্ত করা হবে।
Facebook Comments