প্রকাশিত সময় : জুলাই, ৩, ২০২০, ১১:০৩ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 611 জনআল আমিন বিন আমজাদ: দিনাজপুরের ফুলবাড়ীতে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরন প্রকল্পের অর্থায়নে খামারীদের মাঝে ভিটামিন, কৃমির ট্যাবলেট ও গাইড বই বিতরণ করা হয়েছে।২ জুলাই সকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ৭৫ জন খামারীর মাঝে ২ কেজি ভিটামিন ৪টি করে কৃমির ট্যাবলেট ও একটি গাইড বই বিতরণ করা হয়। আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরন প্রকল্পের উপজেলা পর্যায়ের সভাপতি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সালাম চৌধুরীর দিকনির্দেশনায় খামারীদের এসব বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ আহসান হাবিব। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন মোঃ নেয়ামত আলী, ফুলবাড়ী ডেইরি ফার্ম মালিক সমিতির প্রচার সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি সাংবাদিক মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু, দৈনিক নবরাজ পত্রিকার ফুলবাড়ী-পার্বতিপুর প্রতিনিধি ফুলবাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ আল আমিন বিন আমজাদসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। খামারীদের আধুনিক প্রযুক্তিতে গরু পালনে সহায়তার লক্ষ্যে এই সব সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। এসময় ডা: আহসান হাবিব বলেন বর্তমান সরকারের টার্গেট নিরাপদ খাদ্য নিশ্চিত করন কারন এখন আর বাংলাদেশে খাদ্য ঘাটতি নেই,তাই সরকার বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য উপর জোর দিয়েছেন বিশেষ করে মাংস, দুধ ও ডিম এর উপর বেশি গুরুত্ব রয়েছে। আমরা আশাকরি বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের মানুষ জন্য নিরাপদ খাদ্যের যে চাহিদা রয়েছে সেটিও খুব দ্রুত পূরন হবে।
Facebook Comments