প্রকাশিত সময় : জুন, ১৬, ২০২০, ০৬:২৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 512 জনআল আমিন বিন আমজাদ দিনাজপুর প্রতিনিধি: করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন অনুদান অসহায়দের মাঝে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা। দিনাজপুরের ফুলবাড়ীতে দুই ইউনিয়নের বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের শুরু করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান মিল্টন। উপজেলার ৪ নং বেতদীঘি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুস সালাম চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআখতারুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের ৩০ জন বয়স্ককে জন প্রতি ৬ হাজার টাকা, ৩০ জন বিধবার জনপ্রতি ৬ হাজার এবং ৩০ জন প্রতিবন্ধীর জন প্রতি ৯ হাজার টাকা করে প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন বলেন সরকারের দেওয়া বিভিন্ন ভাতা ও অনুদান ফুলবাড়ীর জনগণের মাঝে সঠিক ভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা করোনার এই সংকটেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে তিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Facebook Comments