প্রকাশিত সময় : জুন, ২, ২০২০, ০৫:০৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 716 জন(আল আমিন বিন আমজাদ ) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরে রাজস্ব বাজেটে মৎস্য অধিদপ্তরের আওতায় মাঠ পর্যায়ে মৎস্য চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২ জুন সকালে ফুলবড়ী উপজেলা চত্বরে ২০জন মৎস্য চাষীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের বিষয় বস্তু ছিলো দেশী প্রজাতির মাছ চাষ। প্রশিক্ষণে দেশী প্রজাতির মাছ চাষ কিভাবে বৃদ্ধি করা যায়, এবং দেশী প্রজাতির মাছ চাষ করলে লাভ কি, বাজারে এর চাহিদা কি রকম সে বিষয়ে মাছ চাষিদের সু পরামর্শ দিয়ে দেশী প্রজাতির মাছ চাষে উৎসাহিত করা হয়। এবিষয়ে ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া জানান বর্তমানে দেশী প্রজাতির মাছ বাজারে কম থাকায় এর চাহিদা অনেক বেশি,কারন দেশী মাছের স্বাধ এবং ভিটামিন বিদেশি প্রজাতির মাছের চেয়ে অনেক বেশি, তাই এর চাহিদাও বাজারে রয়েছে, কিন্তু পর্যাপ্ত দেশী মাছ বাজারে নেই তাই আমরা দেশী প্রজাতির মাছ চাষের উপর বেশি গুরুত্ব দিয়েছি। তিনি আরো জানান বর্তমান ফুলবাড়ীতে প্রায় ৩০৩৮ পুকুর আছে,মাছ উৎপাদন হচ্ছে ৩৬০০.৮৩ মেট্রিক টন, চাহিদা রয়েছে ৩৮০০.৫৫ মেট্রিক টন। আমার চেষ্টা করছি মাছ চাষিদের পরামর্শ দিয়ে সহযোগিতা করে এই ঘাটতি পূরণ করার। মাছ চাষিরা আমাদের পরামর্শ মেনে চললে মাছ চাষে ভালো ফলাফল পাবে এবং উপকৃত হবে বলে আমি মনে করি।
Facebook Comments