প্রকাশিত সময় : মে, ৩১, ২০২০, ০৮:৪৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 608 জন(আল আমিন বিন আমজাদ) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় লেবু জাতীয় ফসলের সম্প্রসারণের ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবীদ মোঃ তৌহিদুল ইকবাল ও দিনাজপুর হর্টিকালচার সেন্টারের পরিচালক প্রদীপ কুমার গুহ এর সহযোগিতায় কৃষকদের প্রশিক্ষণ দেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিম আশরাফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার সহ অন্যান্য কর্মকর্তারা কর্মচারী বৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামিদ আশরাফ বলেন আমরা লেবু জাতীয় বিভিন্ন ফল বিদেশে থকে আমদানি করি,আমরা ফল মূলের ক্ষেত্রে আন্য দেশের উপর নির্ভরশীল।যদি আমাদের দেশে এই জাতীয় ফলের চাষ হয় তাহলে আমারা যেমন সুস্বাদু ফল পাবো তেমনি ভাবে দেশের অর্থনীতিও চাঙ্গা হবে। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মাঝে সার, সাইনবোর্ড, স্প্রে মেশিন, শিকেচার ও ২৪৪৮টি চারা প্রদান করা হয়েছে।
Facebook Comments