প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২০, ০৫:৪২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 603 জনআল আমিন বিন আমজাদ: দিনাজপুর ফুলবাড়ীতে ফুলবাড়ী-পার্বতীপুর আঞ্চলিক সড়কের শিবনগর ইউনিয়নের মধ্য সুলতানপুর(গুচ্ছো গ্রাম) নামক স্থানে শামিম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস উল্টে ৫ জন আহত হয়েছে। ৪ জুলাই সকাল সাড়ে দশটার দিকে এ দূর্ঘটনা ঘটে। বাসের গতি কম থাকায় এবং যাত্রী কম থাকায় ক্ষয়-ক্ষতি কম হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।প্রত্যক্ষদর্শী স্থানীয় প্রবীর গাঙ্গুলী জানান ফুলবাড়ী থেকে ছেড়ে আসা শামীম এন্টারপ্রাইজ (দিনাজপুর হ ১১-০০২৮) গাড়িটি ধীর গতিতে আসছিল। সামনে দুটি মাইক্রোবাস পরস্পরকে ওভারটেক করতে গিয়ে বাসের মুখোমুখী চলে আসে। বাস ড্রাইভার রাস্তার বাঁ দিকে চাপিয়ে নিলে নিচু ধানের জমিতে উল্টে পড়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শীরা বলেন এ দূর্ঘটনায় ৫ জন আহত হন। তাদের মধ্যে একজন বৃদ্ধা (৬০), একজন মহিলা (৩৫) ও একজন শিশু (১২) রয়েছে।শিশুটি একটু বেশি আহত হয়েছে বলে জানা যায়।ঘটনায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দূর্ঘটনার সংবাদ পেয়ে ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এস.আই) আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা দুপুরে দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেন। উদ্ধার কালীন রাস্তার দু পাশ সাময়িক বন্ধ করে ছোট ছোট যান বাহনের চলাচল কিছু ক্ষন বন্ধ থাকে এতে সাধারণ যাত্রিদের কিছুটা ভোগান্তি দেখা যায়।
Facebook Comments