প্রকাশিত সময় : মার্চ, ২০, ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 2220 জনকাপুরুষতো হয়েই আছো ভয়ে জড়োসরো, অন্যায়ভাবে সত্যে লুকিয়ে সংঘবদ্ধ গড়ো। নিজের কত যোগ্যতা করে দেখাও না, সেল্যুট দেবো হাজারবার একটুও ভুলবো না। ভিরু আর কাপুরুষের দল মিথ্যার ছায়ার তলে, একই নায়ের মাঝি তখন ধ্বংসের লীলা খেলে। বীর কখনোই মানুষের, ক্ষতি করেনা, আমৃত্যু ভালোর জন্যে, লড়াই থামে না। ধ্বংস আর বিনাশ চায়, কাপুরুষের দল বীরের থাকে সত্যনিষ্ঠা, সহ সুশৃঙ্খল। কার পেছনে লড়ছো এসে, একবার দেখো ভেবে, সমালোচনা তারাই করে,পেছনে যারা থাকে। স্থান তোমার পেছনে, সামনে যেতে পারবে না পরচর্চা, পরনিন্দা যেমন ছাড়তে চাইবে না। ভালমানুষ চেষ্টা করেও, বদনাম কারো করে না, যতই তাকে বাধ্যে করো খারাপ বলাইতে পারবে না। গীবতকারী, চোগলখোরী, বিশ্বাসঘাতকী এটাই তোমাদের জীবনের ডিগ্রী, আর চাও কি। ওরে বাবা! এতবড় ডিগ্রীধারী হয়ে তোমার কাজতো তুমিই করবে পেছন পেছন থেকে। সামনে যেতে বল লাগে, লাগে সততা সততার বল না থাকলে, তুমিতো হবেই পানতা।
Facebook Comments