প্রকাশিত সময় : মে, ৯, ২০২০, ০৮:৩৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 515 জনফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গাজীপুরসিটি করপোরশনের সালনা এলাকা থেকে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৯ মে) বিকেলে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটককৃত আল আমিন (৩০) বরিশালের মেহেন্দীগঞ্জ থানার তেতুলিয়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। সে সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় ভাড়ায় বসবাস করেন।
র্যাব জানায়, পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে আটক করা হয়।
এ সময় তার নিকট হতে একটি মোবাইল ফোন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে রাষ্ট্রবিরোধী ফেইজবুকের বিভিন্ন পোষ্ট স্ক্রীনশটের ১৫ টি কপি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পোস্ট, শেয়ার এবং বিভিন্ন কমেন্টসের মাধ্যমে গুজব সৃষ্টিকরে জনমনে বিভ্রান্তি ও ভীতির পরিবেশ সৃষ্টিসহ সামাজিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করেছে।
সূত্র.রাইজিংবিডি
Facebook Comments