প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২২, ০৮:৫৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 945 জনবগুড়া সদর উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শহিদুল ইসলাম (৪৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল মালেক (৪৫) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার উপশহরের স্নিগ্ধা আবাসিকের রজনীগন্ধ্যা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল গাবতলী উপজেলার নারুয়ামালার বাহাদুরপুর এলাকার মৃত কাজেম উদ্দিনের ছেলে। আর আহত আব্দুল মালেক একই এলাকার আজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন সাততলা ভবনের ৫ তলায় ৬ থেকে ৭ জন শ্রমিক একসঙ্গে কাজ করছিলেন। কাজের ফাঁকে অসাবধানতাবশত কাঠের বড় টুল সরাতে গিয়ে শহিদুল ও মালেক নিচে পড়ে যান। পরে তাদের গুরুতর আহত অবস্থায় অন্য শ্রমিকরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত মালেকের অবস্থাও আশঙ্কাজনক।
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী জানান, এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
Facebook Comments