প্রকাশিত সময় : জুলাই, ২৫, ২০২০, ০৯:০৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 741 জনআল আমিন বিন আমজাদ: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ পাঁচ শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানাপুলি।২৫ জুলাই দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির বানিজ্যিক গেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের মামলার ওয়ারেন্টের ভিত্তিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি (৩৫), সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৩৮), দপ্তর সম্পাদক এরশাদ আলী (৪৫), মাহাবুব (৩০) ও বেলালকে (২৯) গ্রেপ্তার করে পার্বতীপুর মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে, করোনার শুরু থেকে কর্মহীন শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে দাবি দফা মেনে বড়পুকুরিয়া কয়লাখনিতে স্বাস্থ্যবিধি মেনে ১০৫ জন করে চার ধাপে ৪২০ জন শ্রমিককে কাজে যোগদান করাতে রাজি হয় খনি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই ঠিকাদারী প্রতিষ্ঠানের বাছাই করা ১০৫ জন শ্রমিকের কোভিড-১৯ টেষ্টের পর খনিতে কাজে যোগদানের কথা থাকলেও শ্রমিক নিয়োগে অসন্তোষ থাকায় এতে বাঁধা দেয় গ্রেপ্তারকৃতরা।এতে খনি এলাকায় শ্রমিকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের মামলার ওয়ারেন্ট থাকার পাশাপাশি সরকারি কাজে বাঁধা দেয়া ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
Facebook Comments