প্রকাশিত সময় : জুন, ১৫, ২০২৪, ০২:২৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 503 জন((গোলাম রসুল আশুলিয়া প্রতিনিধি))
রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বেশ কিছুদূর টেনে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বনানী ২৭ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আক্কাস। তার বাড়ি বগুড়া। তিনি এসকিউ ক্যাবলসে টার্ন্সপোটে কর্মরত ছিলেন। আক্কাস সাবেক সেনা সদস্য বলে জানা গেছে।
বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল তৈরি করছে। নিহতের বয়স ৫০ থেকে ৫৫ হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাসের ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এটি বেপরোয়া গতিতে চলছিলো।
Facebook Comments