প্রকাশিত সময় : মে, ১৩, ২০২০, ১২:১৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 739 জননিজস্ব প্রতিবেদক: আজ বুধবার রাজধানীর তুরাগের,ধউর চৌরাস্তা এলাকায় ইমাজ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন, শ্রমিকদের অভিযোগ মালিক পক্ষ বেতন পরিশোধ না করে, দিবো দিচ্ছি বলে তাল বাহানা করে আসছে । শ্রমিকরা আরো বলেন আমরা গতকাল মঙ্গল বার কারখানায় কাজ করেছি, রাতে খবর পাইলাম কারখানার গেটে ট্রাক এসেছে মালামাল নেয়ার জন্য আমরা এসে বাধাপ্রদান করি। এরপর প্রতিদিনের ন্যায় আজ সকালে কাজে আসে দেখি গেট তালাবন্ধ কর্তৃপক্ষ কেউ উপস্থিত নেই। এর পর থেকে বকেয়া বেতন মেটানোর দাবিতে শ্রমিকরা রাস্তায় এসে বিক্ষোভ শুরু করে। কারখানার শ্রমিক আলমগীর বলেন, “ শ্রমিকদের মার্চ ও এপ্রিল মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করেদেয় কর্তৃপক্ষ। অপারেটার আয়শা খাতুন বলেন দেশে এখন মহামারী চলতেছে আমরা জীবনের ঝঁকি নিয়েও দেশের অর্থ নীতি সচল রাখতে কাজ করে আসছি। এদিকে বেতন না পাওয়ায় ঘর ভাড়া দোকান বাকি পরিশোধ করতে পারছিনা,সামনে ঈদ সে কথা মাথায় রেখে চিন্তায় দিশেহারা। আমরা শ্রমিকরা কোন কিছু উপায় না পেয়ে বেতনের দাবিতে বিক্ষোভ করছে। বারবার কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা পরিশোধ করেনি।” একই অভিযোগ তুলে শ্রমিক মো. শামীম বলেন, ঈদের বোনাস ও মার্চ, এপ্রিল, মাসের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ।
Facebook Comments