প্রকাশিত সময় : এপ্রিল, ৮, ২০২০, ০৮:২৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 715 জনবিশেষ প্রতিনিধি(জাহিদুর রহমান বাদশা) বাংলাদেশ ওয়ার্কাস পার্টির রামপুরা শাখার উদ্যোগে করোনাভাইরাস এর মহামারী দুঃসময় যখন বাংলাদেশের সকল কর্মসংস্থান বন্ধ ঘোষণা করা হয়েছে সেই মুহূর্তে বাংলাদেশ ওয়ার্কাস পার্টির রামপুরা শাখার উদ্যোগে খাদ্য বিতরণ কার্যক্রম চালাচ্ছে
বাংলাদেশ ওয়ার্কাস পার্টির রামপুরা শাখার সাধারণ সম্পাদক জাইদুল ইসলাম বাদশার সাথে কথা বলে জানা যায় এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী যে মহামারী বিরাজমান সেই মুহূর্তে বাংলাদেশেও এই মহামারী ছোবল থেকে বাঁচতে পারেনি ইতিমধ্যে বাংলাদেশ অঘোষিত লকডাউন চলছে কিছু কিছু জায়গায় পুরোপুরি লক ডাউন করে দেয়া হয়েছে যে সমস্ত খেঁটে খাওয়া দিনমজুর রিকশাচালক ছোটখাটো দোকান সেলুন সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ তারা সকলেই দিনে আনে দিনে খায় এই মুহূর্তে তাদের খাওয়ার মত কিছুই নেই কারণ তারা তাদের কর্মস্থলে যেতে পারছে না সেই সময় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির রামপুরা শাখার উদ্যোগে এই গরীব মেহেনতি দিনমজুরদের মাঝে আমাদের এই সামান্য প্রচেষ্টা আমরা চেষ্টা করে যাচ্ছি যেন সকলেই দু’মুঠো দুবেলা ডাল ভাত খেতে পারে
আমরা আজ যাদেরকে সাহায্য করছি তারা গরীব কিন্তু ভিখারি না তারা বর্তমানে পরিস্থিতির শিকার তারা হাত পেতে কারো কাছ থেকে কিছু নিতে চায় না কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে তারা না নেয়ার ইচ্ছা শক্তি থাকলেও নিতে বাধ্য হচ্ছে
জাহিদুল ইসলাম বাদশাহ সাথে আলাপকালে জানা যায় আজকে যারা আমাদের এই খাদ্য সামগ্রী নিচ্ছে তারা সকলে আমাদের প্রতিবেশী মহল্লার ভাই তাদেরকে আমরা দেখেছি তারা কখনও মানুষের কাছে হাত পাতি নি তাই তিনি যেই সকল সংগঠন এবং ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করছে তারা যেন কখনো ফটোশপ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যারা এই মহামারী সময় ত্রাণ নিচ্ছে তারা গরীব হতে পারে কিন্তু ভিখারি না তাদের সকলের একটি আত্মসম্মানবোধ আছে এই পরিস্থিতি টা হয়তোবা আমাদের সারা জীবন থাকবে না কিন্তু আমি যেই ব্যক্তিকে সাহায্য করলাম তার একটা ফটো যদি আমি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় সেটি কিন্তু সারা জীবন থেকে যাবে যতদিনে আমি ছবিটাকে ডিলেট না করব তাই আমার সকলের কাছে বিশেষ অনুরোধ আপনারা যারা বিভিন্নভাবে আজকের এই মহামারী সময় মানুষকে সাহায্য সহযোগিতা করছেন তারা যেন ভুলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় না ছাড়েন আমাদের সকলের একটি জিনিস মনে রাখতে হবে আজকে যাদের সহযোগিতা করছেন তারা কিন্তু কাল আপনার বিপদে আগে এগিয়ে আসবে কারণ তারাই আমার এলাকাবাসী আমার মহল্লার মানুষ তারাই আমার আত্মীয়-স্বজন তারাই আমার ভাই বন্ধু তাই জোড়হাত করে বলছি আপনারা এই কাজটি করবেন না মানুষ মানুষের জন্য একটি মনে রেখেই আমাদের এই সাহায্য সহযোগিতা করা উচিত
Facebook Comments