নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহ জেলার অন্তর্গত মহেশপুর উপজেলাতে ২৯ মার্চ, ২০২০ বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে জীবাণুনাশক পাউডার, সাবান, লিফলেট ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচির আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংসদের ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক মিঠুন হালদার। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি প্রত্যয় বিশ্বাস, সদস্য শামীম খান জানি, অসিত কুমার, শফিকুল ইসলাম প্রমূখ। সংগঠনের সদস্যরা সকলের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে আমার কি কি করণীয় সে সকল বিষয় সমূহ তুলে ধরেন এবং সকল কে প্রয়োজন ছাড়া বাসার বাইরে না আসার জন্য অনুরোধ করেন। সেই সাথে সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখা, মাক্স ব্যবহার করা, অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পরামর্শ দেন। সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন, একমাত্র জনসচেতনতার ফলেই সম্ভব করোনা ভাইরাস কে প্রতিরোধ করা। সেক্ষেত্রে নিজেকে এবং নিজের পরিবারের সদ্যসদের করোনা ভাইরাসের আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে আমাদের সকলকে সচেতন থাকা একান্ত প্রয়োজন।
Facebook Comments