প্রকাশিত সময় : জুন, ৪, ২০২৪, ০৩:০০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 505 জনগোলাম রসুল (বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন ফকিরহাট ইউনিয়নের বারাশিয়া গ্রামস্থ ১নং আসামী মনির শেখের বসত বাড়িথেকে গত ইং ০৩/০৬/২০২৪ তারিখ রাত্র ৪:০৫ ঘটিকা সময় ৫২ পিচ ফেনসিডিলসহ ০৪ জন গ্রেফতার করে ফকিরহাট মডেল থানা পুলিশ ।
জনাব পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দাস অফিসার্স ইনচার্জ ফকিরহাট মডেল থানা এর নেতৃত্বে এসআই জয়দেব কুমার বসু, এএসআই/ মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন ইং ০৩/০৬/২০২৪ তারিখ রাত্র ৪:০৫ ঘটিকায় সময় ফকিরহাট থানাধীন ফকিরহাট ইউনিয়নের
বারাশিয়া গ্রামস্থ ১নং আসামী মনির শেখের বসত বাড়ী হইতে আসামি ১। মনির শেখ, (৪২), পিতা:- মৃত- আঃ হামিদ শেখ, মাতা-আনোয়ারা বেগম, সাং-বারাশিয়া, থানা-পকিরহাট, ২। মারুফ খান (৩৪) পিতা- মৃত আক্কাস খান, মাতা-মৃত- কুলছুম বেগম, গ্রাম-বালিয়াডাঙ্গা, থানা-ফকিরহাট, ৩। মোঃ সাবু হাওলাদার (৩৫), পিতা- মৃত- আঃ সাত্তার হাওলাদার, মাতা- হাসিনা বেগম,
সাং বড় রঘুনাথপুর, থানা-বাগেরহাট সদর, ৪। ইলিয়াস ঢালী (৩৭) পিতা- আঃ গনি ঢালি, মাতা- রশিদা বেগম, গ্রাম- উৎকুল, থানা-বাগেরহাট, সর্ব জেলা-বাগেরহাটদের ৫২ (বায়ান্ন) পিচ ফেন্সডিলসহ গ্রেফতার করেন ফকিরহাট মডেল থানা পুলিশ।
ফকিরহাট মডেল থানা পুলিশ জানান আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments