প্রকাশিত সময় : মে, ৭, ২০২০, ০৬:২৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 716 জনউল্লাপাড়া থেকে: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ বিকাশ প্রতারক চক্রের কবল থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করেছে। এ টাকা আজ বৃহস্পতিবার সকালে মোঃ রমজান আলীকে দেওয়া হয়েছে। মডেল থানা সূত্রে, উল্লাপাড়ার মোঃ রমজান আলী গত ৩ মে মডেল থানায় তার কাছ থেকে বিকাশ চক্র ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাজশাহী জেলার গোদাগাড়ী তার স্থায়ী ঠিকানা। উল্লাপাড়া অস্থায়ী ভাবে বসবাস করেন। মডেল থানা এ অভিযোগের ভিত্তিতে নাটোর জেলার বাগাতিপাড়া এলাকা থেকে এ টাকা উদ্ধার করেছে। উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ শ্রী দীপক কুমার দাস তথ্য নিশ্চিত করে জানান, এ চক্রের জড়িতদের আটকে মডেল থানা পুলিশের জোড়ালো তৎপরতা রয়েছে।
Facebook Comments