প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 272 জনমোঃ আল আমিন সরকার
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ায় তুরাগের কামারপাড়া এলাকায় বাহুবলে ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিজয় উল্লাস করছে।
সরেজমিনে দেখা যায়, তুরাগের কামারপাড়া ৫৪ নং ওয়ার্ড পানির পাম্প ২৪ নং রোডে বাধভাঙা উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শেষে খিচুরি বিতরণ করছেন ৫৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক (পদ) প্রত্যাশী মোঃ কামাল হোসেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ ছিল পুরো বাঙালি জাতি আজ আমরা স্বাধীন হয়েছি।
আনন্দ মিছিলে থাকা বি এন পি নেতা মোঃ সিদ্দিক বলেন, ৭১-এর স্বাধীনতা দেখিনি। আজ দেখে বুঝতে পারলাম স্বাধীনতা কী। দীর্ঘ ১৫ টি বছর ৫৬ টি মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়িয়েছি নিজ বাড়ীতে শান্তিতে ঘুমাতে পারি নাই। আজ মুক্ত নিঃশ্বাস নিচ্ছি এ উল্লাস শুধু আমাদের নয়, পুরো বাঙালি জাতির।
আরেক নেতা মোঃ শাহিনুর রহমান (মঙ্গল) বলেন, আমাদের ভাই-বোনের রক্তের মাধ্যমে আমরা আজ (৫ আগস্ট) একটি সুন্দর স্বাধীন দেশ পেয়েছি। কেউ কেউ বলছেন এই আগষ্ট মাসই আওয়ামী লীগের কাল হয়ে দাড়িয়েছে এই মাসেই শেখ মজিব শেষ হয়েছে, আবার তার কন্যা শেখ হাসিনার পতন হলো।
Facebook Comments