প্রকাশিত সময় : জুন, ৮, ২০২৪, ০৭:১১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 433 জননিজস্ব প্রতিবেদক :
রাজধানী বিমানবন্দর এলাকা ও খিলক্ষেত এলাকায় রেল দুর্ঘটনা ও রেল দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু যেন একটি স্বাভাবিক ঘটনা। সময়ের সাথে পাল্লা দিয়ে রেল দুর্ঘটনার প্রতিনিয়তই বাড়ছে।
রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় পৃথক পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার ভোরের দিকে খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
তিনি আরো জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মেরিডিয়ান সুইচ গেইট সংলগ্ন ডাউন রেল লাইনে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হতে পারে।
নিহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments