প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৮, ২০২৪, ০৮:২৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 117 জনহাফিজুর রহমান, রাজারহাট উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ কে ভারতীয় পুরোহিত কত্ক ও ধর্মীয় অনুভূতিতে বিজেপি নেতার সমর্থনে প্রতিবাদ সমাবেশ। বাদ আসর রাজারহাট বাজার জামে মসজিদের চত্বর থেকে শত শত মুসল্লী। উপস্থিত হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ সমাবেশের রেলিটি বের হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন। রাজারহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রাশেদুল ইসলাম। মাওলানা আজম আলী মহতামিম রেজিয়া বেগম কওমি মাদ্রাসা।আবু তালেব রাজ মাল্লিরহাট মাদ্রাসা আব্দুল্লাহ আল মামুন ইমাম বেপারীপাড়া জামে মসজিদ। আরো বক্তব্য রাখেন আল মিজান (মাহিন)অন্যতম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজারহাট।
Facebook Comments