প্রকাশিত সময় : মে, ২৪, ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 602 জনবিশেষ প্রতিনিধি (পলাশ হোসাইন) গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম বেতন- ভাতা না পাওয়া শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতারন করে যাচ্ছে। এ পর্যন্ত ৫০০ ক্ষুধার্ত শ্রমিক পরিবারের মধ্যে নগত টাকা এবং খাদ্য সামগ্রী বিতারন করা হয় বলে সংগঠনের কেন্দ্রীয় সদস্য এবং ত্রান বিতারন কর্মসূচীর তত্ত্বাবধানে থাকা মমিনুর রহমান মমিন বলেন এটা সরকারের দায়িত্ব। বেতন-ভাতা বঞ্চিত শ্রমিকদের যথাযথ দায়িত্ব পালন করা করেনি মালিকপক্ষ এবং সরকার। আমরা দেখছি যে বেতন- ভাতা বঞ্চিত শ্রমিকদের সম্পর্কে টু-শব্দটিও করেনি সরকার। এমতাবস্থায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুর নেতৃত্বে এবং বিভিন্ন বন্ধুদের সহায়তায় সংগঠনটি শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতারন করে যাচ্ছে। প্রত্যেকটি পরিবারকে সেমাই, চিনি, চাল,ডাল,তেলসহ ৮ টি খাদ্য সামগ্রী ও নগত টাকা ৫০০টি শ্রমিক পরিবারে পৌঁছানো হয়। ঈদের পরেও এই কর্মসূচি অব্যাহত থাকবে। নেতৃবৃন্দ অতি দ্রুত বেতন বঞ্চিত শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহবান জানান। যে সব মালিক বেতন- ভাতা দিবেনা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্তা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
Facebook Comments