প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২০, ০৩:২৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 730 জনসিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২১ জেলের কারাদন্ড এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, মঙ্গলবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে ইলিশ মাছ ধরায় ২১ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের সদস্যরা এসময় অভিযানে সাহায্য করেন।
Facebook Comments