প্রকাশিত সময় : এপ্রিল, ১৩, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 533 জনবাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনটাতে নিজেকে স্নিগ্ধ সাজে সাজাতে পারেন। রইলো টিপস।
খাদি অথবা হ্যান্ডলুম শাড়িতে নিজেকে সাজাতে পারেন এই বৈশাখে। শাড়ির জমিন কিংবা আঁচলে একটুখানি লালের উপস্থিতি চাইই-চাই। যখন প্রথম শাড়ি পরা শুরু হয়, তখন কিন্তু শাড়িতে সেফটিপিনের ব্যবহার করা হত না। বৈশাখে সেফটিফিন ছাড়া শাড়ি পরতে পারেন। তবে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করার প্রয়োজন পরলে আঁচল ঠিক রাখার জন্য একটি সেফটিপিন আপনি লাগিয়ে নিতে পারেন।
শাড়ি পরতে পারেন ফিউশনধর্মী ব্লাউজের সঙ্গে। ব্লাউজটি খুব টাইট বা খুব ঢিলেঢালা না হওয়াই ভালো।
হ্যান্ডলুম শাড়ির সঙ্গে যেকোন গয়নার মেলবন্ধন খুব ভালো হয়। ধাতুর গয়না পরতে পারেন। রূপার গয়নাও হতে পারে পারফেক্ট চয়েস। বেছে নিতে পারেন ফুলের গয়নাও।
কপালে ছোট্ট একটি টিপও থাকতে পারে।
রোদে বের হলে চুল খোলা না রাখাই ভালো। সেক্ষেত্রে বাঙালির চিরচেনা বিনুনি করে নিতে পারেন।
এ দিনে নাকে দিতে পারে বড় নোজপিন। এতে আভিজাত লুক ফুটে উঠবে। এছাড়া নাকে দিতে পারেন কারুকাজ খচিত মাকড়ি। যা নথের ছোট সংস্করণ। সাজে একটু অপ্রচলিত লুক আনতে চাইলে নাকে দিতে পারেন বেসর।
হারের সঙ্গে মিলিয়ে কানের দুল পরতে পারেন। অনেকে সাজে বিশেষত্ব যোগ করার জন্য একটিমাত্র গয়না পরে, তাও করতে পারেন। এতে আলাদা সৌন্দর্য তৈরি হয়।
রোদের দিন, তাই বেস মেকআপটি ভালোভাবে করে নেবেন। রোদ থেকে ত্বক বাঁচাতে ত্বকে প্রাইমার লাগাবেন। এরপর ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার দিয়ে হালকা করে ব্লাশ-হাইলাইটার লাগিয়ে নিলে ভালো লাগবে।
বৈশাখের সাজে কাজল পরতে পারেন।
দিনের বেলায় হালকা মিষ্টি কোনো রঙের লিপস্টিক ব্যবহার করুন। তবে রাতের সাজে গাঢ় রঙের লিপস্টিকই ভালো লাগবে।
Facebook Comments