তরিকুল ইসলাম(হিলি)প্রতিনিধি: শরৎকাল হিমেল হাওয়া, আনমনে তাই হারিয়ে যাওয়া। কাশফুল আর ঢাকের তালে, শিউলি দোলে ডালে-ডালে। মা এসেছে বছর ঘুরে, পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে। তাই হাকিমপুরের বোয়ালদাড় ইউনিয়ন বাসীসহ উপজেলার সর্বস্তরের সাধারণ জনগন-ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন। বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা নৌকার মাঝি মোঃ রাসেল আলী খান।
আজ শনিবার (২৪ অক্টোবর)সাক্ষাৎকারের সময় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুরো সনাতন ধর্মাবলম্বীদের প্রতি। তিনি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে সব চেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে ঘিরে বাঙালির রয়েছে আবেগ-উদ্দিপনা ও উচ্ছাস।শাস্ত্রমতে,পৃথিবীতে দেবী-দূর্গার আগমন ঘটে অন্যায়,অত্যাচার,অশুভ শক্তির বিনাস আর শুভ শক্তির আবির্ভাব ঘটে এই দিনে। আর এই সময় প্রতিটি মানুষের মাঝে দুঃখ, কষ্ট, জীর্ণ দূরীভূত করে সুখ,শান্তি ও আনন্দ বয়ে আনে। প্রতি বছরের ন্যায় এবারো সারা দেশে পূজা অনুষ্ঠিত হলেও এবার একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে। সরকারি বিধি-নিষেধের কারণে এবার মন্দিরে আলো জ্বলবে,ঢাক বাজবে,শঙ্খ থাকবে,আরতি হবে তবে প্রতিযোগিতা হবে না,মাইক বাজবেনা,মেলা হবেনা। এবার শুধু শাস্ত্র মতে পূজা উদযাপন হচ্ছে। পরিশেষে, তিনি আরো বলেন, আপনাদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দ বয়ে আনুক দুর্গাপূজা। বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তি। আমি এই কামনায় করি। ধর্মীয় রীতি-নীতি মেনে সুন্দরভাবে পূজা উদযাপিত হোক।
Facebook Comments