প্রকাশিত সময় : মার্চ, ১৬, ২০২২, ০৬:০১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 748 জনঢাকা: ১৬ মার্চ অমর একুশে বইমেলায় ভিন্নমাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এম মহিবুর রহমান, কবি রিতু নূর, কবি আলী হোসেন, কবি এ সাঈদ ফারসী, কাজী সুলতানা প্রমুখ। তিনটি বই যথাক্রমে – শিশুসাহিত্যিক ও কবি জেসমীন নূর প্রিয়াংকা রচিত শিশুতোষ গল্পের বই ” মেঘপরী, বিশিষ্ট কথাসাহিত্যিক নুরুন নাহার আহমেদ রচিত ব্যতিক্রমধর্মী উপন্যাস ” অপূর্ব ” এবং কবি ফারহানা ইসলাম রিমা রচিত কাব্যগ্রন্থ ” ভালোবাসার জন্য। প্রধান অতিথি কবি রেজাউদ্দিন স্টালিন তার বক্তব্যে বলেন, ভিন্নমাত্রা প্রকাশনীর সত্ত্বাধিকারী মুহাম্মদ মাসুম বিল্লাহ সৃজনশীলতায় ভিন্নতা নিয়ে ভালো ভালো বই প্রকাশ করে থাকে। আমি একসাথে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরে খুবই আনন্দিত। বইয়ের প্রকাশক, মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, প্রত্যকের ঘরে যেমন ভাবে টিভি, কম্পিউটার, ফ্রীজ ইত্যাদি রাখার জন্য একটি কর্ণার থাকে তেমনি ভাবে প্রত্যেকের ঘরে একটি বা দুটি বুক কর্ণার স্থাপন করার জন্য আমি প্রস্তাব রাখছি। মোড়ক উন্মোচন হওয়া তিনটি বইয়ের লেখকগণ বইটির ব্যাপক প্রচার ও প্রসারের জন্য পাঠকদের দায়িত্ব নিতে অনুরোধ করেছেন। শেষে মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Facebook Comments