প্রকাশিত সময় : মার্চ, ২৫, ২০২০, ০৭:৫১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 716 জনকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কা, মদিনা ও রাজধানী রিয়াদ লকডাউনের ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। বুধবার তিনি এক ফরমানে এ ঘোষণা দেন।
সৌদি গেজেট জানিয়েছে, দেশের ১৩টি প্রদেশের মানুষকে তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে বা অন্য প্রদেশে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাদশাহ। বৃহস্পতিবার থেকে এ আদেশ কার্যকর হবে। রাজকীয় আদেশে মক্কা, মদিনা ও রিয়াদের সীমানায় কাউকে প্রবেশ বা সেখান থেকে কাউকে বের হওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে রোববার মক্কা, মদিনা ও রিয়াদে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিনের জন্য কারফিউ জারি করা হয়েছিল। নতুন আদেশে এই সময় আরো এগিয়ে এনে বেলা ৩টা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই আদেশ কার্যকর হবে।
সৌদি আরবে এ পর্যন্ত ৯০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দুজন।
Facebook Comments