প্রকাশিত সময় : জুন, ১৯, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 353 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আদিবাসীদের পক্ষ থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইয়াকুব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ জুন) বিকেলে ভুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম, মধুপুরের পৌর মেয়র সিদ্দিক হোসেন খান সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Facebook Comments