প্রকাশিত সময় : এপ্রিল, ২৫, ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 233 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
মাসখানেক ধরে তাপপ্রবাহ চলছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার সালাত আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে মধুপুর উলামায়ে পরিষদের আয়োজনে উক্ত সলাতুল ইসতিসকার সালাতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মধুপুর উপজেলার পোদ্দারবাড়ী ঘোনাপাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ রিজোয়ানুল্লাহ রেদোয়ান।
উক্ত সালাতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে সালাতে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত সালাত আদায় করেন। সালাত শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রার্থনা করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনার করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।
Facebook Comments