প্রকাশিত সময় : জুন, ১১, ২০২৪, ০২:২০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 551 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরের উত্তর মাস্টার পাড়ার বিল্লালের দোকান মোড় এলাকায় এক মাদকাসক্ত যুবকের অতর্কিত হামলায় ৪জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ১জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (১০ জুন) সন্ধ্যায় টেকীপাড়া এলাকার কাজীম উদ্দিন মোল্লার ছেলে সেলিম মিয়া বাজার নিয়ে বাড়ীতে যাওয়ার সময় অত্র এলাকার বাসিন্দা বিসু মিয়ার মাদকাসক্ত ছেলে সানোয়ার হোসেন সানী(২৫) নেশার টাকার জন্য তার পথ গতিরোধ করে। পরবর্তীতে পথচারী সেলিমের কাছ থেকে জোর করে টাকা নিতে গেলে দুজনের মধ্যে দস্তা দুস্তি শুরু হয়। এক পর্ষায়ে মাদকাসক্ত সানি তার কাছে থাকা কিরিচ দিয়ে সেলিমের গলায় এবং পিঠে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে তার পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। সেলিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হাবেজ নামের আরেক জনকে সে কিরিচ দিয়ে আহত করে। এসময় মাদকাসক্ত সানীকে থামাতে গিয়ে তার মা, মামী, খালু সহ আরও কয়েকজন আহত হয়।
এদের মধ্যে গুরুতর আহত সেলিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানা যায়। এসময় মাদকাসক্ত সানিকে এলাকার লোকজন ধরে কিছু উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
Facebook Comments