প্রকাশিত সময় : মে, ৩১, ২০২৪, ০১:৫৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 427 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
❝কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি❞
এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৩১মে) বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে ‘জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধি করতে হবে’ শীর্ষক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন করা হয়। বাংলাদেশে তামাক বিরোধী জোট, বি এন টি টি পি, ডাব্লিউ বিবি ট্টাস্ট , মধুপুর উপজেলা প্রশাসন, স্থানীয় এনজিও ও মধুপুর স্বাস্থ্য শিক্ষা কৃষি গবেষণা উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে সকাল সাড়ে দশটার দিকে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচী পালন শেষে বাসস্ট্যান্ড এলাকায় তামাক বিরোধী লিফলেট জনগণের মধ্যে বিতরণ করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, মধুপুর সহকারী কমিশনার(ভুমি)মো, জাকির হোসেন, কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার আখতারুজ্জামান, এম এস এস কে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. মোঃ আবু সালেহ।
উক্ত অনুষ্ঠানে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করতে হবে, জেলা ও উপজেলায় টাস্কফোর্স কমিটির সভা নিয়মিত করন এবং মোবাইল কোট পরিচালনা চলমান রাখার জন্য বক্তব্য প্রদান করা হয়।
Facebook Comments