প্রকাশিত সময় : জুন, ২৭, ২০২৪, ১১:৪৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 381 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের টিকরী গ্রামে মিতু আক্তার (২০)নামের এক নববধূ গলায় ফাঁস টানিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আলোকদিয়া ইউনিয়নের আটাপাড়া গ্রামের বাসিন্দা আঃ মান্নানের মেয়ে। সে মধুপুর সরকারি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার(২৭জুন) সকাল ৯টার দিকে টিকরী গ্রামে তার মামার বাড়িতে ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।
মিতুর বাবা আঃ মান্নান জানান, গত ২১জুন শুক্রবার আমরা পারিবারিক ভাবে আমার মেয়ে মিতুকে টিকরী গ্রামের বাসিন্দা আমজাদ খানের ছেলে পিয়াস খানের সাথে বিয়ে দেই।
গতকাল বুধবার বিকেলে মেয়ে ও মেয়ের জামাই সহ আমি আমার শশুরবাড়িতে দাওয়াত খেতে যাই এবং রাতে তাদেরকে রেখে আমি বাড়ি চলে যাই। সকাল সাড়ে ৯টার দিকে ফোনে জানতে পারি সে ফাঁস টানিয়ে আত্মহত্যা করেছে।
মিতুর স্বামী পিয়াস জানায়, আমাকে সকাল ৭টার দিকে বাড়িতে গিয়ে গোয়াল ঘর থেকে গরু বের করতে বলে। আমি বাড়িতে যাওয়ার পর ফোনের মাধ্যমে জানতে পারি সে আত্মহত্যা করেছে।
বিয়ের ৭দিনের মাথায় কি কারনে সে এমন ঘটনা ঘটিয়েছে তা পরিবারের কেউ জানেন না বলে জানা যায়।
খবর পেয়ে আলোকদিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিঃ) ইনচার্জ আবু নাইম মোঃ জিহাদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই আজহার উদ্দীন জানান, লাশের সুরতহাল রেকর্ড করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মেয়ের বাবা আঃ মান্নান বাদী হয়ে মধুপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন বলে জানা যায়।
Facebook Comments