প্রকাশিত সময় : অক্টোবর, ২৩, ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 229 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্ব এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) রিফাত আনজুম পিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ।
এবারের আলোচনায় মধুপুর উপজেলার বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয়গুলো উঠে আসে। এর মধ্যে মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় চুরি হওয়া বিদ্যুতের ট্রান্সফর্মার সহ নানাবিধ চুরি রোধে প্রশাসনের পাশাপাশি এলাকার লোকজনকেও সর্তক থাকার আহবান জানান মধুপুরের তিন দপ্তরের প্রধান উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। এছাড়াও বাল্যবিবাহ ও ডিভোর্স রোধ, মাদক নির্মূল, শিশুখাদ্যে তদারকি সহ ফুটপাত দখল নিয়ে আলোচনা ও এর সমাধান বিষয়ে পর্ষালোচনা করা হয়।
এ সকল সমস্যা গুলো পর্ষায়ক্রমে সমাধান করা হবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তাগন।
Facebook Comments