প্রকাশিত সময় : এপ্রিল, ২৪, ২০২৪, ০৯:৫২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 309 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ মো. ইয়াকুব আলীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডবাসী ও সর্বস্তরের জনগণের আয়োজনে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার সন্ধায় এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নাসির উদ্দিন খান। উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মো. সিদ্দিক হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক, ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন, মধুপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক গোলাম ছামদানী, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান, ৮নং ওয়ার্ড কাইন্সিলর বেশর আলী ফকির সহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত নির্বাচনী সভায় বক্তারা এ্যাডভোকেট ইয়াকুব আলীকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহবান করেন।
Facebook Comments