প্রকাশিত সময় : জুন, ২২, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 235 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
মধুপুর চেয়ারম্যান সমিতির নব- নির্বাচিত সভাপতি মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, সাধারণ সম্পাদক ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী, কোষাধ্যক্ষ মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিনসহ সকল সদস্যদের।
আজ দুপুরে মধুপুরে ব্র্যাকের লার্নিং সেন্টারে মধ্যাহু ভোজ শেষে হল রুমে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। নব- নির্বাচিত কমিটির পক্ষ থেকে মধুপুর উপজেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, পৌর মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, , উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর, পিআইও আমিনুর রশীদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামানসহ অতিথিদের ফুলেল শুভেচছা প্রদান করা হয়।
এ সময় চেয়ারম্যান সমিতির সভাপতি সাদিকুল ইসলাম সাদিক, সাধারণ সম্পাদক ফরিদ আলী, কোষাধ্যক্ষ মহি উদ্দিন, সদস্য আব্দুল মান্নান, আবু সাইদ খান সিদ্দিক, গোলাম মোস্তফা, জুলহাস উদ্দিন, আব্দুর রহিম উপস্থিত ছিলে।
Facebook Comments