প্রকাশিত সময় : মে, ১৬, ২০২৪, ০৭:০০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 407 জনবাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
মধুপুর দেবের বাড়ী বঙ্গবন্ধু সড়কে আজ সকালে মহন দেবের বড়ছেলে বলাই দেবের স্ত্রীর কান থেকে কানের গহণা ছিনিয়ে নিয়ে গেছে মাদকসেবী একদল ছিনতাইকারী।
সকালে বলাইদেবের স্ত্রী প্রতিদিনের ন্যায় হাটতে বের হলে পিছন থেকে মুখ চেপে ধরে ছিনতাই কারীরা। আশেপাশে কোন লোকজন না থাকায় তার কান ছিড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নেয় তারা। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা গহণা নিয়ে পালিয়ে যায।
পরবর্তীতে আহত বলাই দেবের স্ত্রীকে মধুপুর হাসপাতালে নিয়ে তার কানের চিকিৎসা করানো হয়েছে বলে জানা যায়। এই বঙ্গবন্ধু সড়কের মাঝামাঝি স্থানে দেবের পুকুরপাড় এলাকা মাদক সেবীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। এই মাদক সেবীরাই মাঝে মধ্যে এ রোডে লোকজন আটকিয়ে ছিনতাই, ইভটিজিং সহ নানান অপরাধ মুলক কর্মকান্ড ঘটিয়ে থাকে। তাদের অত্যাচারে এ রোডে লোকজন নিরাপদে চলাচল করতে পারেনা।
এলাকাবাসীর দাবী বিকেলের দিকে একবার করে পুলিশ টহল দেওয়ার ব্যবস্থা করতে পারলে সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে। তারা এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
Facebook Comments